হোম > সারা দেশ > চাঁদপুর

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের আশিকাটি ইউনিয়নে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজমা বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ওই এলাকার বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমা বেগম শহরের বিষ্ণুদী রোড এলাকার মৃত ফারুক আলমের স্ত্রী। তিনি উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক ছিলেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস বলেন, আজ সকালে নাজমা বেগম বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে অটোরিকশায় করে রওনা হন। পথিমধ্যে আশিকাটি ইউনিয়নের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে পৌঁছালে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয়রা আহতাবস্থায় নাজমা বেগমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ইটভাটা খাচ্ছে উর্বর মাটি

চাঁদপুরে বিএনপি-খেলাফতের ২ প্রার্থীকে শোকজ

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক