চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের আশিকাটি ইউনিয়নে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজমা বেগম (৫৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ওই এলাকার বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম শহরের বিষ্ণুদী রোড এলাকার মৃত ফারুক আলমের স্ত্রী। তিনি উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক ছিলেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।