হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে আবু সাঈদ ও আবরার হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা শিশুরা হচ্ছে ওই গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (দেড় বছর) ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান (দেড় বছর)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

নিহতদের চাচা মুক্তার হোসেন ও জিয়াউল হক বলেন, ‘কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে পাশে দুই শিশু খেলতে যায়। সেখানেই সকলের অগোচরে দুই শিশু পানিতে পড়ে যায়। এক পর্যায় তাদের খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকায় তাদের মৃত্যু হয়।’ 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পূর্ব কালচোঁ গ্রামে দুই শিশু মৃত্যুর বিষয়টি অপমৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় স্বাভাবিক নিয়মে মরদেহ নিয়ে গেছেন পরিবারের লোকজন।’

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১