হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইমাম নিহত

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আলমগীর হোসেন প্রধান (৫০) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। পরে ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

নিহতের মেয়ে খালেদা বেগম বলেন, তাঁর বাবা ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য গতকাল বৃহস্পতিবার বাড়ি আসেন তিনি। সকালে তাঁর চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন তাঁর বাবা গাছ কাটায় বাধা দিলে একপর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। তাতে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় আজগর মোল্লা বলেন, আলমগীর হোসেনের স্ত্রী ও ছেলেমেয়ের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই এলাকার আবুল কাশেম বলেন, ‘নিহত আলমগীর হোসেনরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্ত শুক্কুর প্রধান এলাকায় উগ্র স্বভাবের লোক হিসেবে পরিচিত।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক হাওলাদার বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় প্রচণ্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিল। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শুক্কুর হোসেন প্রধানকে আটক করা হয়েছে।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি