হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ

চাঁদপুর প্রতিনিধি

টানা বৃষ্টিতে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

টানা দুই দিনের বৃষ্টিতে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা।

বুধবার (৯ জুলাই) সকালে এলাকা ঘুরে দেখা গেছে, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজিরপাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনিসহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতার শিকার স্থানীয় বাসিন্দারা।

টানা বৃষ্টিতে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

শহরের বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, ‘দোকানের সামনে হাঁটুপানি জমেছে। ক্রেতা আসছে না। বৃষ্টি এমনভাবে চলতে থাকলে দোকানে পানি ঢুকে যাবে।’

মিশন রোডের বাসিন্দা আলম খান জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শ্রমজীবী মানুষ কাজেও যেতে পারছেন না।

শুধু শহরেই নয়, জেলার শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও বসতিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

টানা বৃষ্টিতে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

অন্যদিকে যাত্রীর সংকটে লঞ্চ চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ঢাকাগামী লঞ্চগুলো দুই-তিন ঘণ্টা পর ছাড়ছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও বাড়তে পারে।’

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ