হোম > সারা দেশ > চাঁদপুর

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ গুণী ব্যক্তি

চাঁদপুর প্রতিনিধি

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত ১০ জন। ছবি: সংগৃহীত

দেশের ১০ গুণী ব্যক্তি পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। আজ শনিবার দুপুরে চাঁদপুরের এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

মহাপরিচালক বলেন, ‘দুই বছরের পুরস্কার একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২০২৩ সালে কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণায় হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী ও চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন পুরস্কার পাচ্ছেন। আর ২০২৪ সালে কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা এবং বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখন পেয়েছেন পুরস্কার।’

একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদানের আয়োজন সম্পন্ন হবে।’

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা নাম ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আয়েশা আক্তার রুপা বলেন, ‘এ মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করব।’

চর্যাপদ সাহিত্য একাডেমি ২০১৯ সাল থেকে নিয়মিত পুরস্কার দিয়ে আসছে। এর আগে জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, শাহেদ কায়েস, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমানসহ অনেক গুণীজনের হাতে উঠেছে এ পুরস্কার।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১