হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় পাচারের সময় ভিজিএফের ২০ বস্তা চাল জব্দ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভিজিএফের ২০ বস্তা চাল পাচারের সময় জব্দ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় কচুয়া উত্তর ইউনিয়নের উজানী সিকদারবাড়ির সামনের সড়কে স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোতে খাদ্য অধিদপ্তরের সরকারি সিলমোহর দেওয়া চাল জব্দ করে।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাছেম বিল্যাহ্কে খবর দেয়। ইউএনও মোতাছেম বিল্যাহ্‌ ও সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তায় মোট ৬০০ কেজি চাল জব্দ করেন।

ইউএনও জানান, ঈদ উপলক্ষে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনা মূল্যে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ২০ বস্তায় ৬০০ কেজি চাল পাচারকালে জব্দ করা হয়েছে। ওই ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে কচুয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এম আখতার হোসাইন বলেন, ‘চাল বিতরণ শেষে উদ্বৃত্ত চাল মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য পাঠানো হয়েছে।’

জানা যায়, কচুয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এম আখতার হোসাইন ঈদুল ফিতর উপলক্ষে গত সোমবার ৩ হাজার ৬৮৫ জনের জন্য ১০ টাকা কেজি দরে চাল উত্তোলন করেন। অভিযোগ রয়েছে, তালিকা অনুযায়ী চাল বিতরণ না করে তিনি বিভিন্ন রুটে পাচার করেন। তার মধ্যে উজানী রুটে ২০ বস্তা চাল পাচারকাল জব্দ করা হয়। 

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১