হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু, পাঁচজন হাসপাতালে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে গ্যাসের পাইপে লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া গৃহবধূ খাদিজা আক্তারের ভাইয়ের সঙ্গে দুই শিশুসন্তান। ছবি: সংগৃহীত

চাঁদপুরে গ্যাসের পাইপে ছিদ্র (লিকেজ) থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্য একজন মারা গেছেন। তাঁর নাম খাদিজা আক্তার (৩২)। ঘটনার পাঁচ দিন পর আজ শুক্রবার দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই ঘটনায় দগ্ধ অপর পাঁচ একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন আব্দুর রহমান সরদার (৭০), তাঁর স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), মেজো ছেলের স্ত্রী নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)।

মারা যাওয়া খাদিজা আক্তার ইমাম হোসেন সরদারের স্ত্রী। তাঁদের মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩) নামের দুই সন্তান রয়েছে।

খাদিজার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ইমাম হোসেন সরদারের ফুপাতো ভাই মাহমুদুল হাসান জীবন।

মাহমুদুল হাসান জীবন বলেন, ‘গত ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পর্যায়ক্রমে সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা পাঠানো হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল। মূলত গ্যাসের চুলা তিনি জ্বালাতে গিয়েছিলেন। পাঁচ দিন চিকিৎসারত থেকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে পরিবারের অন্য সদস্যরা আরও অসুস্থ হয়ে পড়েছেন।’

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২