হোম > সারা দেশ > চাঁদপুর

সেতুর টোল আদায় বন্ধে শিক্ষার্থীদের স্মারকলিপি

চাঁদপুর প্রতিনিধি

নির্মাণের ১৯ বছর পার হলেও বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম। টোল বন্ধের দাবিতে এখন পর্যন্ত বিক্ষোভ করেছেন সেতু ব্যবহারকারী যানবাহন চালকেরা। এবার পুরোপুরি টোল বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন।

এদিকে একই সময় চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকনেতারাও স্মারকলিপি দিয়েছেন প্রশাসনকে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল দেশের চলমান অনিয়ম সংস্কার করা। প্রায় দুই দশক আগে ডাকাতিয়া নদীর ওপরে ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয় করে ‘চাঁদপুর সেতু’ নির্মাণ করা হয়। এযাবৎকাল নির্মাণব্যয়ের অধিক পরিমাণ রাজস্ব আয় করে সরকার। কিন্তু টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করার কোনো প্রয়াস দেখা যাচ্ছে না।

তাঁরা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা চাঁদপুর জেলায় দীর্ঘদিনের গণমানুষের দাবির পরিপ্রেক্ষিতে ‘চাঁদপুর সেতুর’ চলমান টোল আদায় এবং ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানাচ্ছে। টোল আদায় বন্ধ না হলে আমাদের চলমান আন্দোলন চলতে থাকবে। প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি