হোম > সারা দেশ > চাঁদপুর

মতলবে সেপটিক ট্যাংক থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকাল ৯টায় নির্মাণশ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেন সংকটে মারা গেছে বলে ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারিগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ চলছিল। লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে। 

আত্মীয়রা জানান, তাঁরা সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। পরে বাড়ির মালিক তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোনে স্বজনদের খবর দেন। 

বাড়ির মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘প্রতিদিনের মতো আমি তাঁদের কাজ দেখতে যাই। তাঁদের দেখতে না পেয়ে ফোন নম্বরে কল করলে ট্যাংকের পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে ট্যাংকের ভেতরে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেই। ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।’ আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। 

এলাকাবাসী জানান,৩ / ৪ বছর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনে বাড়ির কাজ করেন। এক মাস আগে ট্যাংকের কাজ শেষ হয়েছিল। মালিককে ফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশনের ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই দুই নির্মাণশ্রমিক এ ভবনের কাজ করছিলেন। সকালে সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১