হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাবলু (৫৫) নামের এক আসামিকে ৩২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে লাবলুকে গ্রেপ্তার করা হয়। লাবলু উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ পাঁচজনকে আসামি করে ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি হাজীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি লাবলুসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনিসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে তিনজন আসামি পলাতক ছিলেন। পলাতক আসামিদের মধ্যে লাবলু নাম-পরিচয় গোপন ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন। এভাবে ৩২ বছর তিনি আত্মগোপনে ছিলেন। তাঁকে ধরতে হাজীগঞ্জ থানা-পুলিশ উদ্যোগী হয়ে নজরদারি অব্যাহত রাখে। একপর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় লাবলুর অবস্থান নিশ্চিত করে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আসামি লাবলুকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে