হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাবলু (৫৫) নামের এক আসামিকে ৩২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে লাবলুকে গ্রেপ্তার করা হয়। লাবলু উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ পাঁচজনকে আসামি করে ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি হাজীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি লাবলুসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনিসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে তিনজন আসামি পলাতক ছিলেন। পলাতক আসামিদের মধ্যে লাবলু নাম-পরিচয় গোপন ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন। এভাবে ৩২ বছর তিনি আত্মগোপনে ছিলেন। তাঁকে ধরতে হাজীগঞ্জ থানা-পুলিশ উদ্যোগী হয়ে নজরদারি অব্যাহত রাখে। একপর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় লাবলুর অবস্থান নিশ্চিত করে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আসামি লাবলুকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিষিদ্ধ জালে মেঘনার জলজ প্রাণী নিধন

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে বিদ্রোহ সামাল দিতে না পেরে বিএনপির সব কমিটি স্থগিত

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ বিকল

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি