হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হলেন প্রবাস ফেরত যুবক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে মাছ ধরতে গিয়ে লাশ হয়েছেন মোহন হোসেন (২৪) নামের প্রবাস ফেরত এক যুবক। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মেম্বার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মোহন হোসেন মেম্বার বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। আট দিন আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি এসেছেন।

স্বজনেরা জানান, গতকাল বুধবার বৃষ্টির মধ্যে দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বের হন মোহন। দুপুর পর্যন্ত মাছ ধরা শেষ করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের জমিতে তাঁর লাশ পাওয়া যায়।

মোহনের চাচাতো ভাই আহসান হাবিব পাটোয়ারী বলেন, মাছ ধরতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। রাত সাড়ে ১২টার দিকে এলাকার লোকজন মৃত অবস্থায় বাড়ি পাশের একটি ধান খেতে তাঁর লাশ পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে মোহনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের ধারণা, পানিতে ডুবে মোহনের মৃত্যু হয়েছে। তবে তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

মতলব উত্তরে কাঠমিস্ত্রিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, আটক ১

চাঁদপুরে শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুরে শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

চাঁদপুর সেচ প্রকল্প: ৩৫৪ কিমি খাল দখল-ভরাট

সাতসকালে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চাঁদপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে