হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন, ২ জনের ৫ বছর কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মাদক মামলায় মো. রাসেল (৩৮) নামের মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) পাঁচ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) মো. শাহেদুল করিম এই রায় দেন। 

আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাসেলের বিরুদ্ধে আরও দুটি ধারায় সাজা হয়। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ (খ) ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৯ (ক) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরনের মাদকসহ আসামি রাসেল ও তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ছিলেন ফারুক আহমেদ। তবে তিনি পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে ওই দিন চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মামুনুর রশিদকে। তিনি তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া ও দেবাশীষ কর মধু বলেন, মামলাটি ১২ বছরের বেশি সময় চলাকালীন আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামিরা উপস্থিত ছিলেন না।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন এসডিএলআর শিব গোপাল মজুমদার।

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

শিশুদের বিনা মূল্যের টিকা কার্ড নিতে হচ্ছে টাকা দিয়ে

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, জরিমানা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

হাজীগঞ্জের বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

বিএনপির মনোনয়ন: চাঁদপুরে রিভিউ চেয়ে আলোচনায় দুই প্রার্থী

১০ম গ্রেডের আন্দোলন: পুলিশের ‘সাউন্ড গ্রেনেডে অসুস্থ’ শিক্ষিকার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক