চাঁদপুরে ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। আজ বুধবার সকাল ৬টার দিকে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কানুদী লঞ্চঘাট এলাকা থেকে গাঁজা জব্দ করা হয়।
দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব লেফটেন্যান্ট ফজলুল হক।
তিনি জানান, সকাল ৬টার দিকে কানদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযান চলাকালে চাঁদপুর থেকে ঢাকাগামী একটি ইঞ্জিনচালিত স্টিল বডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড ট্রলারটি থামার সংকেত দেয়। ট্রলারে থাকা মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কানুদী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে পাটাতনের নিচে লুকিয়ে রাখা ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা গাঁজা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।