চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাচার পুলিশ ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেন।
নিহত সফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।
জানা গেছে, আজ সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক সফিকুল ইসলামসহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান।
ওসি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।