হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দফায় সাত দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ শনিবার সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে এ বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। 

মো. ফারুক মিয়া বলেন, ‘১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ এবং ১৬ ও ১৭ অক্টোবর লক্ষ্মীপূজার জন্য দুই দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ সাত দিন বন্ধ ছিল এ বন্দরের ব্যবসায়ী কার্যক্রম। আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরাও তাদের আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি।’

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন