ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম জুনায়েদ (৩২)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। ৪ জুন পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। আজ তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুনায়েদ মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।