হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জনগণের অর্থে স্বপ্নের পদ্মা সেতু বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বিএনপির সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না বলেই তারা সেতু নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। আজ শুক্রবার সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর ও চানপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার বানাতে পেরেছে, সেটা বিএনপির সহ্য হচ্ছে না। এ জন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। বাংলাদেশের কিছু ভালো হোক সেটা তারা (বিএনপি) চায় না।’ 

বাংলাদেশের মানুষকে বিএনপির অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি মিথ্যা বলতে ও সন্ত্রাসী কার্যক্রম করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হলে এর জন্য তারা হিংসায় মরে।’

আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতিতে আরও যদি কেউ জড়িত থাকে, আর সেটা যদি সারা বাংলাদেশের যেকোনো জায়গায় হয়, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা