হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া স্ত্রীকে ছুরিকাঘাত হত্যা, স্বামী পলাতক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধূ মেঘলা আক্তারকে (১৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নাইম মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নাইম মিয়া। 

আজ সোমবার সকালে পৌরসভার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা করেছেন। অভিযুক্ত নাইম মিয়া নোয়াখালী জেলার মাইজদি এলাকার বাসিন্দা। 

আলমগীর হোসেন জানান, তিন বছর আগে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতে গিয়ে তাঁর মেয়ে মেঘলার সঙ্গে সম্পর্ক হয় নাইম মিয়ার। পরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর বাড়িতে (কসবায়) চলে আসে। এক বছর আগে সৌদি আরব যায় নাইম। এরপর খালাতো ভাই মো. জয়ের সঙ্গে মেঘলার ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে ঈদুল আজহার সময় জয়ের সঙ্গে পালিয়ে যায় মেঘলা। পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর আবার বাড়ি ফিরে আসে মেঘলা। এ বিষয়টি এলাকায় জানাজানিও হয়ে যায়। 

আলমগীর হোসেন আরও জানান,৪-৫ দিন আগে প্রবাস থেকে ফিরে আসে নাইম। মেঘলার পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে। সোমবার সকালে তিনি (আলমগীর হোসেন) ছোট দুই মেয়েকে নিয়ে মাদ্রাসায় যায়। এই ফাঁকে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার হয়। একপর্যায়ে নাইম ছুরি দিয়ে মেঘলাকে আঘাত করে পালিয়ে যায়। 

মাদ্রাসা থেকে ফিরে ঘরে এসে দেখতে পান মেঘলার রক্তাক্ত দেহ পরে আছে বিছানায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে মেঘলার মৃত্যু হয় বলে জানান আলমগীর হোসেন। 

এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২