হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে ভারতের রড পরিবহন শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারত ও বাংলাদেশের নৌ প্রটোকল চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে আনা ভারতীয় রড আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন শুরু হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ৭৭ মেট্রিক টন রড ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের কলকাতা নদীবন্দর থেকে ১ হাজার ৮০ টন রড নিয়ে এমভি নিশাদ-৬ জাহাজটি বাংলাদেশ জলসীমায় ঢোকে গত ১৩ নভেম্বর সন্ধ্যায়।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জ-ভৈরব নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম বলেন, নৌ প্রটোকল চুক্তির আওতায় ১ হাজার ৮০ মেট্রিক টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি নিশাদ-৬ আশুগঞ্জ নদীবন্দরে এসেছে। সব আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রড আগরতলা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম আরও বলেন, প্রথম ধাপে ট্রাকে করে প্রায় ৭৭ টন রড আগরতলায় নেওয়া হয়। এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিক টনে পাবে ৩৪ টাকা এবং প্রতি মেট্রিক টন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা। তা ছাড়া প্রতিদিন বার্থিং (নোঙর) চার্জ পাবে ৩১৫ টাকা।

রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিশ, সশরীরে হাজিরের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি মুশফিকুর রহমান

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর