হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঝাড়ুমিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঝাড়ুমিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

আজ বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদের বিরুদ্ধে ঈশাননগর চৌরাস্তার মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

স্থানীয় যমুনা গ্রামের বাসিন্দা এস এম শামীম আকতারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ময়নাল হোসেন, কাদির মিয়া, দেলোয়ার হোসেন, মনির হোসেন, মমিনুল ইসলাম পারভেজ ও সুমন সরকারসহ শতাধিক স্থানীয় বাসিন্দা। 

মানববন্ধনে বক্তারা বলেন, মেহারী ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদ নিতে গেলে স্থানীয়দের কাছ থেকে এক থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। এ ব্যাপারে এলাকার মানুষ জানতে চাইলে প্রশাসনের লোককে ম্যানেজ করতে ওই টাকা নেওয়া হয় বলে অজুহাত দেখান ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদ। 

সেই সঙ্গে তিনি ক্ষমতাসীন দলের প্রভাব দেখান বলে এলাকার সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। 

মানববন্ধন শেষে এলাকাবাসী ঈশাননগর সড়কে ঝাড়ু ও জুতা হাতে মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষ দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদের অপসারণের দাবিতে স্লোগান দেন। 

তবে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদ আজকের পত্রিকাকে জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করে এসব করা হচ্ছে। তিনি এসবের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা