হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট এ কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্ব করেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা ও পৌর কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল। 

আরও বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি এম এম হান্নান রোকন, প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, যুগান্তরের প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, আজকের সমাচারের প্রতিনিধি সনাতন সরকার, সাংবাদিক এস আই বাবলু, এ জেড হীরা, সৌরভ অধিকারী প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা নামক একটি কালো আইনের মাধ্যমে দেশের মানুষের বাক্‌স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে। চলতি বছরের শুধু মার্চ মাসেই এ আইনে ১০টি মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বক্তারা এই আইন বাতিলের দাবি জানান। পাশাপাশি অবিলম্বে সাংবাদিক শামসুজ্জোহা শামসসহ এ আইনের অধীনে সব মামলা প্রত্যাহারের দাবি করেন তাঁরা।

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি