হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট এ কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্ব করেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা ও পৌর কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল। 

আরও বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি এম এম হান্নান রোকন, প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, যুগান্তরের প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, আজকের সমাচারের প্রতিনিধি সনাতন সরকার, সাংবাদিক এস আই বাবলু, এ জেড হীরা, সৌরভ অধিকারী প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা নামক একটি কালো আইনের মাধ্যমে দেশের মানুষের বাক্‌স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে। চলতি বছরের শুধু মার্চ মাসেই এ আইনে ১০টি মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বক্তারা এই আইন বাতিলের দাবি জানান। পাশাপাশি অবিলম্বে সাংবাদিক শামসুজ্জোহা শামসসহ এ আইনের অধীনে সব মামলা প্রত্যাহারের দাবি করেন তাঁরা।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি