হোম > সারা দেশ > বগুড়া

ছাগলে ঘাস খাওয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল মালিকের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মো. হানিফ (৪২) নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছেন জমির মালিক মজনু মিয়া (২৮)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদলা ইউনিয়নের চাচাইতারা মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ ওই গ্রামের মো. খোকা মিয়ার ছেলে। জমির মালিক একই গ্রামের কাশেম মিয়ার ছেলে। ঘটনার পরপরই তিনি পালিয়েছেন।

নিহতের পরিবারের স্বজনেরা আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে মজনু মিয়ার বিদেশি জাতের নেপিয়ার ঘাসের জমিতে ঢুকে হানিফের ছাগল ঘাস খেয়ে ছিল। এটি মজনু দেখে ফেলে। এ সময় হানিফ সেখানে গেলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মজনু হঠাৎ করেই হানিফকে ছুরিকাঘাত করেন। পরিবারের লোকজন হানিফকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতের পর পরই মজনু বাড়ি থেকে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে মজনুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। 

জানতে চাইলে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিকাঘাতে হানিফ নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’ 

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক