হোম > সারা দেশ > বগুড়া

সান্তাহারে রেললাইনে ছুরিকাহত মরদেহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক ট্রাক্টরচালকের ছুরিকাঘাত মরদেহ পাওয়া গেছে রেললাইনে। আজ শনিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমিরুল ইসলাম (৩৬) উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা টিকড়ীপাড়া গ্রামের আব্দুল সালাম গাহেরের ছেলে। আজ সকালে ওই এলাকার লোকজন হাঁটতে বের হলে রেললাইনের পাশে আমিরুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তখন তাঁরা নিহতের আত্মীয়স্বজন ও থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশটি উদ্ধার এবং তদন্ত শুরু করেন।

সান্তাহার ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি ও পৌওতা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বডি বলেন, ‘আমিরুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাঁকে অন্য কোথাও হত্যা করে রেললাইনে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা।’

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে খুনিরা রেললাইনের পাশে এভাবে লাশ ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদ্‌ঘাটন এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি