হোম > সারা দেশ > বগুড়া

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, অর্ধশত নারী-পুরুষের নামে মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় অর্ধশত নারী-পুরুষের নামে মামলা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম।

এর আগে গতকাল বিকেলে মাদকজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে বিসমিল্লাহ ফার্মেসির মালিক সেবিন রহমানকে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন। সেবিন রহমান রামচন্দ্রপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

অভিযুক্ত সেবিন রহমান বলেন, ‘শনিবার বিকেলে সারিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এসএসআই) স্মরন ও আমজাদ আমার দোকানে আসেন। দোকানে ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে বলে তাঁরা তল্লাশি করেন। তল্লাশির পর ট্যাপেন্টাডল ট্যাবলেট না পেয়ে দোকানে থাকা নগদ দুই লাখ টাকা দেখে পুলিশ বলে এখান থেকে ৫০ হাজার টাকা দিতে। টাকা না দিলে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।’ পরে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে সেবিন রহমানকে ছিনিয়ে নেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, নারচি ফকিরপাড়া গ্রামের আপেল এবং ওয়াশিম নামের দুজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশ গ্রেপ্তার করা হয়। তাঁরা পুলিশকে জানান সেবিন রহমানের দোকান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনেছেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেবিনের দোকানে তল্লাশি করা হয়। এ সময় সেবিনের স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে তাঁকে ছিনিয়ে নেন।

ওসি আরও বলেন, ‘সেবিন রহমান এর আগেও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে দুবার ধরা পড়েছিল। তার কাছে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ মিথ্যা।’

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত