হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ফুটবল খেলার সময় ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে রিয়াদ ফকির (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ সময় ছুরিকাঘাতে সিয়াম (২৬) নামের আরেক যুবক আহত হয়। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরতলির কৈচড় উচ্চ বিদ্যালয় মাঠে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত রিয়াদ ফকির কৈচড় মধ্যপাড়া গ্রামের মৃত তাঁরা মিয়া ফকিরের ছেলে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কৈচড় উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল কৈচড় মধ্যপাড়া একাদশ বনাম ছিলিমপুর একাদশ ফুটবল টিমের মধ্যে ফাইনাল খেলা বিকেল ৫টায় শুরু হয়। খেলার প্রথমার্ধে কৈচড় মধ্যপাড়া একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। সন্ধ্যা পৌনে ৬টায় বিরতি চলাকালে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে খেলা দেখতে আসা রিয়াদ ফকির ও সিয়ামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনার পর ফুটবল টুর্নামেন্ট ভন্ডুল হয়ে যায়। পরে স্থানীয়রা ছুরিকাহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রিয়াদ ফকির মারা যায়। 

নিহত রিয়াদ ফকিরের মামা মিলন হোসেন বলেন, ‘ফুটবল খেলা দেখতে গিয়ে মারামারির মধ্যে পড়লে রিয়াদকে ছুরিকাঘাত করা হয়। রিয়াদ ফকির বগুড়া শহরে একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করত।’

বগুড়া সদর থানার এসআই স্বপন মিয়া বলেন, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত