হোম > সারা দেশ > বগুড়া

নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়েরপুকুর গ্রামের কাঠবাসনা মাঠের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলাম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ বুধবার সকালে মাঠে ধান কাটতে যাওয়া কৃষকেরা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশে পচন ধরায় চেহারা দেখে কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে পুলিশ আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করে।

জাহিদুলের ছোট ভাই এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, গত শনিবার সকালে ধান কাটতে মাঠে যান তাঁর ভাই জাহিদুল। সেখান থেকে আর বাড়ি ফেরেননি তিনি। তাঁর ব্যবহৃত মোবাইলে বারবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর হদিস মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ধানখেতে লাশ ফেলে রেখে গেছে। লাশে পচন ধরায় আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল