হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে আগুনে নিঃস্ব কৃষক পরিবার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় কৃষক আশরাফ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে দুটি ঘর, তিনটি গরু, আসবাবপত্র, ধান-চাল ও নগদ অর্থ। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর-কচুগাড়ী গ্রামে আগুনের এ ঘটনা ঘটে। 

এদিকে সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে কৃষক আশরাফ আলীর পরিবার। 

স্থানীয়রা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও সড়ক ভালো থাকায় দমকলবাহিনী পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফ আলী বলেন, ‘ভোর ৪টার দিকে আগুন লাগার বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে অবস্থান করি। আমার পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এমন অবস্থায় আমাদের জরুরি সহযোগিতা প্রয়োজন।’

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামসুল আলম জানান, যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটি পুড়ে গেছে। তবে প্রতিবেশীদের ঘর আগুন থেকে রক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা করা হবে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি