হোম > সারা দেশ > বগুড়া

জামিনে বেরিয়ে ফের গ্রেপ্তার বগুড়ায় আ.লীগ নেত্রী লিপি

বগুড়া প্রতিনিধি

মাহফুজা খানম লিপি। ছবি: সংগৃহীত

জামিনে মুক্ত হয়ে বাড়ি যাওয়ার পথে আবার গ্রেপ্তার হয়েছেন বগুড়ায় আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য। আজ শনিবার সদর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। পরে বাড়ি যাওয়ার পথে শহরের সাতমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন মাহফুজা খানম লিপি ও তাঁর স্বামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাঁদের বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টার ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেপ্তারের পর স্বামী-স্ত্রী দুজনেই কারাগারে বন্দী ছিলেন।

ওসি এস এম মঈনুদ্দিন বলেন, সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান মাহফুজা খানম লিপি। সেই অনুযায়ী শুক্রবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি