হোম > সারা দেশ > বগুড়া

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেণু (৫০) বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার সোনাতলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেণু বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চোখের অপারেশন করেন রেণু। আজ মঙ্গলবার সকালে বগুড়া শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন দেবর ও দেবরের স্ত্রী। সোনাতলা উপজেলার রেল স্টেশনের ২ নম্বর রেলগেট পার হওয়ার সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন রেণু বেগম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে রেণু বেগমের মৃত্যু হয়। 

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে। 

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি