হোম > সারা দেশ > বগুড়া

নির্বাচনী প্রচারে নামার আগে পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় নামার আগে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি বগুড়া পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে হামলার আশঙ্কায় তিনি এখনো প্রচারণায় নামেননি। আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানান হিরো আলম। পরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সংসদ সদস্য প্রার্থী হিরো আলমকে নিয়ে তাঁর সম্মেলনকক্ষে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

এ সময় হিরো আলম বলেন, ‘আগামীকাল শুক্রবার থেকে প্রচারণায় নামব। এর আগে আমার ওপরে হামলা হয়েছে। এ জন্য শঙ্কা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। নির্বাচনী প্রচারণায় বাধা পেলে যাতে কাহালু ও নন্দীগ্রাম থানা-পুলিশ তাৎক্ষণিক সহযোগিতা করতে পারে এ জন্য এখানে আসা।’ 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আশরাফুল আলম একজন সংসদ সদস্য প্রার্থী। ওনার প্রচারণা থেকে শুরু করে নির্বাচন অবধি নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুধু উনিই নন, বগুড়ার সাতটি সংসদীয় আসনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত আছে।’

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক