হোম > সারা দেশ > বগুড়া

৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন, পদ্মা সেতুর উদ্বোধন দেখতে পেল না বগুড়ার আদমদীঘিবাসী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বগুড়ার আদমদীঘি উপজেলাসহ সান্তাহার পৌর শহরবাসী স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন দেখা থেকে বঞ্চিত হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নেসকো লিমিটেডের ওপর তারা ক্ষোভ প্রকাশ করেছেন। 

আজ শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনস্থল থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার শুরু হওয়ার পরপরই সকাল সাড়ে ১০টার দিকে নর্দান ইলেকট্র্রি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পরিচালিত সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের ৬ ফিডারের বিদ্যুৎ সরবরাহ একযোগে বন্ধ হয়ে যায়। এরপর থেকে এই কেন্দ্রের প্রায় ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহকের মধ্যে শোরগোল পড়ে যায়। বিকেল প্রায় ৫টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল অর্ধলক্ষাধিক গ্রাহক। 

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা বলেন, ‘বিদ্যুৎ কন্ট্রোল রুমের প্যানেল বোর্ডের কেব্‌ল পুড়ে যাওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা সেটা তদন্ত করে দেখতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’ 

গ্রাহকেরা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ফের পিডিবির হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। 

গ্রাহক রাবিবুল হাসান বলেন, ‘৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা মোটেও ঠিক হয়নি। আমি দাবি জানাই যেন অবিলম্বে ঘটনাটি তদন্ত করে দেখা হয় ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’ 

নেসকো লিমিটেড সান্তাহারের নির্বাহী প্রকৌশলী রোকোনুজ্জামান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ের বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছেন।

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা