হোম > সারা দেশ > বগুড়া

৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন, পদ্মা সেতুর উদ্বোধন দেখতে পেল না বগুড়ার আদমদীঘিবাসী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বগুড়ার আদমদীঘি উপজেলাসহ সান্তাহার পৌর শহরবাসী স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন দেখা থেকে বঞ্চিত হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নেসকো লিমিটেডের ওপর তারা ক্ষোভ প্রকাশ করেছেন। 

আজ শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনস্থল থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার শুরু হওয়ার পরপরই সকাল সাড়ে ১০টার দিকে নর্দান ইলেকট্র্রি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পরিচালিত সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের ৬ ফিডারের বিদ্যুৎ সরবরাহ একযোগে বন্ধ হয়ে যায়। এরপর থেকে এই কেন্দ্রের প্রায় ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহকের মধ্যে শোরগোল পড়ে যায়। বিকেল প্রায় ৫টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল অর্ধলক্ষাধিক গ্রাহক। 

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা বলেন, ‘বিদ্যুৎ কন্ট্রোল রুমের প্যানেল বোর্ডের কেব্‌ল পুড়ে যাওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা সেটা তদন্ত করে দেখতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’ 

গ্রাহকেরা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ফের পিডিবির হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। 

গ্রাহক রাবিবুল হাসান বলেন, ‘৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা মোটেও ঠিক হয়নি। আমি দাবি জানাই যেন অবিলম্বে ঘটনাটি তদন্ত করে দেখা হয় ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’ 

নেসকো লিমিটেড সান্তাহারের নির্বাহী প্রকৌশলী রোকোনুজ্জামান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ের বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছেন।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি