হোম > সারা দেশ > বগুড়া

ইঞ্জিন বিকল হয়ে সান্তাহার-পঞ্চগড় রুটে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল এই রুটে ট্রেন চলাচল। আজ রোববার সকালে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে এই সমস্যার সৃষ্টি হয়।

আদমদীঘির সান্তাহার স্টেশন সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার-ঢাকার রোড এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর সান্তাহার জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে আদমদীঘি স্টেশনে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আদমদীঘি স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি পঞ্চগড়ের দিকে ছেড়ে যায়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ওই রুটের সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। চলাচল স্বাভাবিক করতে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ১০ মিনিটের দিকে কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতীয়ানগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায়। তাতে ওই রুটে চলাচলকারী সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেসকে সচল করা হয়।

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ