হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানা আগুনে পুড়ে ছাই

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুনে পুড়ে ছাই হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতিক হাসান জানান, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার আগেই কারখানার পুরাতন প্লাস্টিক, দুটি মেশিন, বিভিন্ন কাঁচামাল, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। আশপাশের কিছু গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার মালিক তুহিন মোল্ল্যা জানান, কারখানা বন্ধ করে প্রতিদিনের মতো তিনি বাসায় চলে যান। গভীর রাতে আগুন লাগার খবর পান। এসে দেখেন, কারখানার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

তিন বছর ধরে ভাড়া নেওয়া এ কারখানায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তুহিন মোল্ল্যা।

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক