হোম > সারা দেশ > বগুড়া

ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থান, ছাত্রদলের মিছিল

বগুড়া প্রতিনিধি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে মিছিল করেছে ছাত্রদল। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আজ বুধবার সকালে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছাত্রদল মিছিল-সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার আমাদের মিছিল-সমাবেশ করার কথা ছিল। কিন্তু ছাত্রলীগের দুই পক্ষ সেখানে মুখোমুখি হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘাত এড়াতে আমরা সেখানে মিছিল-সমাবেশ না করে সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছি।’

তবে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে মিছিল করতে এলে আমরা তাদের প্রতিহত করি। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে।’

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজসংলগ্ন কামারগাড়ী এলাকায় মিছিল বের করার চেষ্টা করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি