হোম > সারা দেশ > বগুড়া

সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের লাশ দেখে প্রতিবেশী নারীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

স্বপ্না রানী সরকার। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ দেখে অসুস্থ হয়ে প্রতিবেশী এক নারী মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম স্বপ্না রানী সরকার (৪০)। তিনি ওই গ্রামের কৃষক সঞ্জিত সরকারের স্ত্রী। তাঁর অনামিকা সরকার (১৬) ও উৎসব সরকার (৪) নামের দুটি সন্তান রয়েছে।

সঞ্জিত সরকার জানান, আজ সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁদের প্রতিবেশী অলোক সরকার (২০)। অলোক সঞ্জিতকে দাদু ও স্বপ্নাকে দিদিমা বলে ডাকতেন। বিকেলে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অলোকের লাশ বাড়িতে আনা হয় তখন অন্য প্রতিবেশীদের সঙ্গে স্বপ্নাও দেখতে যান। লাশ দেখার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং বাড়ি ফিরে চুপচাপ হয়ে পড়েন। বিকেল সাড়ে ৫টার দিকে অলোকের লাশ শ্মশানে নিয়ে যাওয়ার পর হঠাৎই স্বপ্না ছটফট করতে করতে একপর্যায়ে মারা যান।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অলোক নিহত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্বপ্নার লাশ আগামীকাল মঙ্গলবার শেরপুর উত্তরবাহিনী মহাশ্মশানে সৎকারের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি