হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সুজন কুমার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। 

আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার সুজন সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের বাসিন্দা। 

র‍্যাব জানায়, গত ২৫ জুলাই সোনাতলা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ করেন সুজন। ওই সময় ওই গৃহবধূর কান্না ও চিৎকারের আওয়াজে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তবে এর আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সুজন। পরবর্তীতে এ ঘটনায় গত ৯ আগস্ট সোনাতলা থানায় সুজনের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকেই পলাতক ছিলেন সুজন।

র‍্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান জানান, ধর্ষণ মামলার পর থেকেই সুজনকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। পরে জানা যায় সুজন লালমনিরহাটের কালিগঞ্জে অবস্থান করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুজনকে সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি