হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে এক মোটরসাইকেল আরোহীর গলায় ধারালো চাকু ধরে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শাহ জামাল পেশায় একজন ট্রাক্টর ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী মো. শাহ জামাল বলেন, ধুনট থেকে ২০ হাজার টাকা নিয়ে ছোট ভাই মো. রকিসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বোয়ালকান্দি জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গলায় ধারালো চাকু ধরে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা দুটি মোটরসাইকেলে করে দ্রুত শেরপুর শহরের দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি