হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মোটরশ্রমিক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মোটর শ্রমিকনেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কার্যকরী সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৩ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আনোয়ার হোসেনকে ইউনিয়নের নির্বাচনী অফিস থেকে আটক করে পুলিশ। পিকআপ ভ্যানে তোলার সময় শ্রমিকেরা চারদিক থেকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

শ্রমিকদের দাবি, আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিছু ‘শিক্ষার্থী’ পরিচয় দেওয়া লোকের চাপে পুলিশ তাঁকে আটক করে। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সেখান থেকে সরে যায়।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল বাছেদ বলেন, ‘আনোয়ারের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি পুলিশ। কেন তাঁকে আটক করা হলো, তা আমাদের অজানা।’

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দিন বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ২০২১ সালের বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। তবে তিনি জামিনে আছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছিল। কিন্তু শ্রমিকেরা তাঁকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে যান।

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩