হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় কসমেটিকস কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় একটি কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। আজ সোমবার দুপুরে কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী। 

জানা গেছে, কলিন্স কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যান্ডের প্রসাধনী নকল করে উৎপাদনসহ বাজারজাত করে আসছিল। আজ সোমবার দুপুর ২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কারখানায় অভিযান চালান। এসময় প্রতিষ্ঠানের মালিক আব্দুল মমিনকে ২ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করে দেন। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, কলিন্স কসমেটিকস নামের অনুমোদনহীন একটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস ও নারিকেল তেলসহ বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠানের মোড়ক জব্দ করা হয়েছে।

এসময় কারখানার মালিক আব্দুল মমিন ভুল স্বীকার করায় তাঁকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক