হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবক গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রকি ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে ধুনট শহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরের দিকে তাঁকে বগুড়া আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ২০২২ সালের ২৩ নভেম্বর স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে রকিকে আসামি করে ধুনট থানায় মামলা করেন।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী গ্রামের বাড়িতে তার চাচার পরিবারের সঙ্গে থাকে। তার বাবা একটি মামলায় জেলা কারাগারে রয়েছেন আর মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ২০২২ সালের ১০ নভেম্বর রাতে রকি ইসলাম ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনার পর গত বছরের ২৩ নভেম্বর ধুনট থানায় রকির বিরুদ্ধে মামলা করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘মামলার পর থেকে রকি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।’

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট