হোম > সারা দেশ > বগুড়া

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মুয়াজ্জিন মোফাজ্জল হোসেন। এ সময় ছাদের ওপরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুতায়িত হন। কিন্তু বাবা গুরুতর আহত হলেও ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত যুবকের নাম সাফি উদ্দিনের (৩৫)। তিনি উপজেলার দীঘলকান্দি তরফদারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে (৬০)। মোফাজ্জল দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। আহত মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাস বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মোফাজ্জল হোসেন। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এ দৃশ্য দেখে বাবাকে বাঁচাতে যান ছেলে সাফি। তখন সাফি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবা মোফাজ্জল হোসেন প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ছেলে।’

এসআই খোকন আরও বলেন, ‘মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়েছে তাঁর স্বজনেরা এবং ছেলে সাফি উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত