হোম > সারা দেশ > বগুড়া

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মুয়াজ্জিন মোফাজ্জল হোসেন। এ সময় ছাদের ওপরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুতায়িত হন। কিন্তু বাবা গুরুতর আহত হলেও ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত যুবকের নাম সাফি উদ্দিনের (৩৫)। তিনি উপজেলার দীঘলকান্দি তরফদারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে (৬০)। মোফাজ্জল দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। আহত মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাস বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মোফাজ্জল হোসেন। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এ দৃশ্য দেখে বাবাকে বাঁচাতে যান ছেলে সাফি। তখন সাফি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবা মোফাজ্জল হোসেন প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ছেলে।’

এসআই খোকন আরও বলেন, ‘মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়েছে তাঁর স্বজনেরা এবং ছেলে সাফি উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা নারীর লাশ উদ্ধার