হোম > সারা দেশ > বগুড়া

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নেসকোর প্রিপেইড মিটার স্থাপন করা হলে সাধারণ জনগণ বাড়তি খরচের বোঝা বহন করতে বাধ্য হবে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হবে। তাই অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াসিন আলী হিমেল, আহাদুল ইসলাম দুর্জয়, চিকিৎসক জোবায়ের সুলতান বাবু, রাশেদ শাদাত, সাদেকুর রহমান অয়ন, ফাহমিদুন নবী পাভেল, নাঈমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের ফলে বিদ্যুৎ সেবার মান উন্নত না হয়ে বরং গ্রাহকদের ভোগান্তি বাড়বে।

মানববন্ধন শেষে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে, যেখানে তারা তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।

স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, স্মারকলিপিটি নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট