হোম > সারা দেশ > বগুড়া

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নেসকোর প্রিপেইড মিটার স্থাপন করা হলে সাধারণ জনগণ বাড়তি খরচের বোঝা বহন করতে বাধ্য হবে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হবে। তাই অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াসিন আলী হিমেল, আহাদুল ইসলাম দুর্জয়, চিকিৎসক জোবায়ের সুলতান বাবু, রাশেদ শাদাত, সাদেকুর রহমান অয়ন, ফাহমিদুন নবী পাভেল, নাঈমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের ফলে বিদ্যুৎ সেবার মান উন্নত না হয়ে বরং গ্রাহকদের ভোগান্তি বাড়বে।

মানববন্ধন শেষে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে, যেখানে তারা তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।

স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, স্মারকলিপিটি নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০