হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে বাসচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণে মুরাদপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হলেন মো. আবু মোকাদ্দেম আলী (৫৯)। তাঁর বাড়ি দিনাজপুর সদর উপজেলায়। তিনি পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। আবু মোকাদ্দেম সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওসি মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে বগুড়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন বলে জানান ওসি মনোয়ারুজ্জামান। তিনি বলেন, গত বছর তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। মোকাদ্দেম আলী সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি