হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের চালক মো. মিরাজ হোসেন (২২) নিহত হন। এ ঘটনায় আহত হন চালকের সহকারী। আজ শুক্রবার ভোরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা ওভারপাস ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ হোসেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈগাড়ী গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। 

স্থানীয়রা জানান, ওভার পাস ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী মেসার্স গাজীপুর ট্রান্সপোর্ট এজেন্সির কার্গো কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যান কার্গো কাভার্ড ভ্যানের চালক মিরাজ। এ সময় চালকের সহকারী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈগাড়ী গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান (৩০) আহত হন। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত চালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত আতিয়ার রহমান গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি