হোম > সারা দেশ > বগুড়া

মির্জা ফখরুল এখন হিরো আলমের ওপর ভর করেছেন: আ.লীগ নেতা কামাল

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘আগে মির্জা ফখরুল ইসলামের অনুপ্রেরণা ছিল খালেদা জিয়া-তারেক জিয়া। এরপর অনুপ্রেরণা হলো আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। তাদের কাছে যেতে যেতে পায়ের তলায় ঠোসা পড়ে গেছে।’

কামাল হোসেন আরও বলেন, ‘কয়েক দিন আগে দেখলাম মির্জা ফখরুল বলছেন, “আমার শক্তি সাহস আর অনুপ্রেরণা হচ্ছে হিরো আলম।” এখন মির্জা ফখরুল হিরো আলমের ওপর ভর করছেন। তিনি বলছেন, “বাবা তুমি এসো, তুমিই আমার ওস্তাদ, তোমাকে আমরা নমিনেশন দেব বিএনপি থেকে।”’

আজ শনিবার দুপুরে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন এসব কথা বলেন। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা আওয়ামী লীগ।

যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ গড়ার আহ্বান জানান কামাল হোসেন। তিনি বলেন, ‘বিএনপির অপশক্তি যেন আর কোনো হামলা করতে না পারে—এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কারও গাড়িতে যদি হামলা হয়, তাহলে বিএনপির বাড়ি বাড়ি হামলা করা হবে। কোনো সাধারণ মানুষের ওপর যদি হামলা করা হয়, তাহলে বিএনপির নেতাদের বাড়িতে হামলা করা হবে। আন্দোলনের নামে যদি আর কোনো শিশু আহত হয়, সাধারণ মানুষের ওপর হামলা করা হয়—তাহলে সেই হামলাকারীর হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক প্রমুখ।

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা