হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৩) বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। 

কিশোরকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম। তিনি জানান, ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।’ 

এজাহার থেকে জানা গেছে, ৮ মে সকালে শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে ওই ছাত্রীকে লুকোচুরি খেলার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় কিশোর। এরপর বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করে কিশোর। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। 

দেরিতে মামলা দায়েরের কারণ জানতে চাইলে শিশুটির বাবা বলেন, ‘আমি কিশোরের পরিবারের সদস্যদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কয়েক দিন অপেক্ষা করেও তাঁদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। গতকাল রাতে আমার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী