হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, কৃষক নিহত

বগুড়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মুকুল হোসেন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষক মারা যান।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে এই সংঘর্ষ হয়। নিহত মুকুল হোসেন একই এলাকার বাছেদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল। তিনি জানান, গড়েরবাড়ি গ্রামে মুকুল হোসেনের সঙ্গে আট শতাংশ জমি নিয়ে একই গ্রামের আনোয়ারুল মাস্টারের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে মুকুল হোসেন বিরোধপূর্ণ জমি দখল নিতে যায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে মুকুল হোসেনসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়। পরে তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মুকুল হোসেন মারা যান।

ওসি বলেন, এ ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন মেঘা মণ্ডল ও সবুজ মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ প্রহরায় তাদের চিকিৎসা চলছে। মুকুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ধুনট বাসস্ট্যান্ডে মব করে ৩ পুলিশ সদস্যকে হেনস্তা

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ