হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া শহরে ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরতলীর বেজোড়া এলাকায় ছুরিকাঘাতে জুনায়েদ আলী (২০) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় খুনের ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ আলী শহরতলীর সুজাবাদ পূর্বপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন সুজাবাদ বালাপাড়ার আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হোসেন (২৫) ও শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের আব্দুল গফ্ফারের ছেলে জামিরুল ইসলাম।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হতাহতরা ব্যাটারিচালিত ইজিবাইকে বেজোড়া থেকে বনানীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকে চালকসহ সাতজন ছিলেন। বিপরীত দিক থেকে দুই মোটরসাইকেলে চার যুবক বেজোড়ার দিকে যাচ্ছিলেন। বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের বাগ্‌বিতণ্ডা চলে। এ সময় মোটরসাইকেলে থাকা যুবকেরা চাকু বের কররে ইজিবাইকে থাকা তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। জুনায়েদের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।’

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি