হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় কোদাল দিয়ে আঘাত করে বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় পুত্রবধূকে মারধরের প্রতিবাদ করায় কোদাল দিয়ে আঘাত করে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে দুপচাঁচিয়া উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম কফিজ উদ্দিন (৬৫)। তিনি ওই এলাকার মৃত তছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত নিহতের ছেলে জুয়েলকে (৩০) আটক করেছে পুলিশ। জুয়েল পেশায় দিনমজুর। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানান, জুয়েল ঢাকায় দিনমজুরের কাজ করতেন। তিনি মাঝে মাঝে বাড়ি আসতেন। তবে বাড়িতে এসেই নানা কারণে তার স্ত্রীকে মারধরসহ নির্যাতন করতেন। বুধবার রাতে আনুমানিক নয়টার দিকে জুয়েল তার স্ত্রীকে মারধর করেন। এ সময় কফিজ উদ্দিন প্রতিবাদ করলে বাবা-ছেলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল তার বাবার মাথায় কোদাল দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তমৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, এ ঘটনায় স্থানীয়রা জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত