বগুড়ার নন্দীগ্রামে দুর্গাপূজার কেনাকাটা নিয়ে পরিবারের সঙ্গে অভিমান করে কনক সরকার (১৮) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। পূজার কেনাকাটায় পরিবার টাকা কম দেওয়ায় অভিমান থেকে ওই কিশোর আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনয়নের ছোট কঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, কনক সরকার ছোট কঞ্চি গ্রামের অরেন সরকারের ছেলে। সে হাটকড়ি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
এ বিষয়ে ইউপি সদস্য উত্তম কুমার বলেন, 'কনক সরকার দুর্গাপূজার কেনাকাটা জন্য বাবার কাছে তিন হাজার টাকা চায়। তাঁর বাবা এক হাজার টাকা দিয়ে বলে, আমি বাহির থেকে ফিরে এসে বাকি টাকা দেব। পরে কনক নিজের ঘরে ঢুকে উচ্চ স্বরে গান শুনতে থাকে এবং এর ফাঁকে তারের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।'
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরও ব্যবস্থা করা হচ্ছে।'